পটুয়াখালীতে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। তাদের মধ্যে ১ জন সোনালী ব্যাংকের ক্যাশিয়ার জয়নাল আবেদিন (৩৬) ও অপরজন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৯০)। বিষয়টি আজ নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪১। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।