অনলাইন ডেস্ক
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের টুকরাকান্দি গ্রামে রোববার দুপুর ১২ টার দিকে বজ্রপাতে দিদার হাওলাদার (৪০) নামের এক কৃষকের মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের টুকরা কান্দি গ্রামের কৃষক দিদার হাওলাদার সকালে বাড়ির পাশে নিজ জমিতে কাজ করতে যায়।
দুপুর ১২ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এ সময়বজ্রপাতে তিনি মারা যান।
কালকিনি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা বলেন, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের টুকরা কান্দি গ্রামের এক ব্যক্তি বজ্রপাতে মারা যাওয়ার কথা শুনেছি।