December 23, 2024, 8:09 pm

পিএসসিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ৪০তম বিসিএস’র নন-ক্যাডারপ্রার্থীরা।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, October 30, 2022,
  • 33 Time View

বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি ভবনের সামনে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ৪০তম বিসিএস-এর নন-ক্যাডার চাকরি প্রত্যাশীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালে চাকরি প্রত্যাশীরা ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন এবং এ ব্যাপারে পিএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীরা জানান, বিসিএস উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের পিএসসি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের সুপারিশ করে।

২৮তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত এই নিয়মেই পিএসসি নন-ক্যাডার পদে সুপারিশ করেছিল।

কিন্তু, সম্প্রতি পিএসসি এই নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে নন-ক্যাডার নিয়োগ সুপারিশ করা হবে বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী। অর্থাৎ কোনো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত নিয়োগযোগ্য নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিতে পাঠানো হবে এবং পিএসসি ওই বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদগুলো উল্লেখ করে পরে উত্তীর্ণ নন-ক্যাডারদের সুপারিশ করবে।

এ অবস্থায় ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ নন-ক্যাডাররা কমিশনের ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী সুপারিশের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71