কুষ্টিয়ার কুমারখালী থানার একটি হত্যা মামলায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আদালতের সরকারি আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাছগ্রাম খালপাড়া গ্রামের রহমত শেখের পাঁচ ছেলে উজ্জল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, আব্দুল গফুর ও জালাল উদ্দিন।
রায় ঘোষণার সময় আব্দুল গফুর ও জালাল উদ্দিন উপস্থিত থাকলেও বাকি তিন আসামি পলাতক আছেন।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোদ্দবনগ্রাম এলাকার কৃষক রেজাউল বাড়ি থেকে সেচ ব্লকে আসার পথে পূর্ব শত্রুতার জের দণ্ডপ্রাপ্ত আসামিরা রামদা, চাপাতি, ছোরা, হাসুয়াসহ বিভিন্ন রকম দেশিয় অস্ত্র নিয়ে ঘাড়ে আঘাত করে।
পরে আসামিরা ছোরা দিয়ে রেজাউলের মাথায়, আর বুকে হাসুয়া দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় রেজাউলের চিৎকারে স্থানীয়রা এসে ধানের ব্লক থেকে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মারা যান।
ঘটনার পরের দিন নিহত রেজাউলের ভাই ফজলুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।