জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ করা হচ্ছে ফখরুল ইমামকে। এই পদে ছিলেন জাতীয় পার্টির সব পদ থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ। ফখরুল ইমামকে হুইপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
এ বিষয়ে সোমবার (৩১ অক্টোবর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে বৈঠক করেন জাপার সংসদ সদস্যরা।
বৈঠকে ফখরুল ইমামকে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রাঙ্গাঁর স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে গণমাধ্যমে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ফখরুল ইমামকে চিফ হুইপ করার বিষয়টি ফাইনাল। এখানে স্পিকারের কোনো অনুমোদনের বিষয় নেই।
দায়িত্ব পাওয়ার পর ফখরুল ইমাম জানান, দল আমাকে চিফ হুইপ হিসেবে মনোনীত করেছে। আমি আমার দায়িত্ব পালন করব।