দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ অর্থসংকটে ভুগছে। মানুষের কাছে এখন ভাত খাওয়ার টাকা নেই, এক বেলা খেয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের উপশহর মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আসা নেতাকর্মীদের হামলার বিষয়ে রিজভী বলেন, বিএনপরি জনস্রোত দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে।
তাই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তারা কাপুরুষ। প্রশাসনের সমর্থন না থাকলে হামলাকারীরা জনস্রোতে খড়কুটের মতো উড়ে যাবে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ রাতের আঁধারে ভোট করে ক্ষমতায় আসে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। তাদের দুর্নীতি-লুটপাটের কারণে দেশ আজ মহাসংকটে। রিজার্ভ শূন্য করে ফেলেছে। বিএনপি ক্ষমতায় এলে জনতার আদালতে সব দুর্নীতির বিচার হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নাটোর পৌর ও সদর থানা বিএনপি।
নাটোর পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদুল হক আল মামুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ ও আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।