রংপুর বদরগঞ্জের শ্যাম সুন্দর রায় ভালোবেসে বিয়ে করেন একই জেলার হেমা শর্মাকে। বিয়েতে মেয়ের পরিবারের সম্মতি না থাকায় কোর্ট ম্যারেজ করেন চলতি বছরের ১৩ জানুয়ারি। তারপর ঘরোয়াভাবে সেরেছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা।
কিন্তু বিয়ের আনন্দ ধরে রাখতে পারেননি শ্যাম সুন্দর।
পরদিনই পুলিশ আর স্ত্রীর পরিবারের লোকজন হাজির হয় তার বাড়িতে। পাত্রীর বয়স ১৮ বছরের কম- এমন কারণ দেখিয়ে জোরপূর্বক তাকে ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা।
অথচ মেয়ের জন্ম নিবন্ধন সনদ বলছে, জন্ম তারিখ ৫ মার্চ ২০০৩। সেই হিসাবে বিয়ের দিন তার বয়স ছিল ১৮ বছর ১০ মাস ১৩ দিন।
ওই দিনের পর থেকে স্ত্রীর সঙ্গে আর দেখা হয়নি শ্যামের। সুযোগ পাননি কথা বলারও। পরিবারের পক্ষ থেকে হেমাকে রাখা হয় আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায়। এমন পরিস্থিতিতে সোমবার (৩১ অক্টোবর) নিজের স্ত্রীকে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শ্যাম।
সব শুনে আগামী ১৩ নভেম্বর যেকোনো মূল্যে হেমাকে হাইকোর্টে হাজির করতে রংপুর জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
শ্যামের পক্ষের আইনজীবী বলেন, তাদের বিয়ের পরদিন মেয়ের মা ও মামা এসে মেয়েকে নিয়ে যায়। হাইকোর্ট সবকিছু শোনার পর আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে রংপুর জেলা পুলিশকে।