দেশে ক্ষমতাবানরা ভোগে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সংবিধান পরিবর্তন করে দেশে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে দলের বনানীর কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় এসব কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবেন না, আবার যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, স্পিকার বলেছেন আবেদন দেখবেন।
জাতীয় পার্টি সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হবে বলে আশাবাদী।
তিনি আরও বলেন, দেশের মানুষ খাঁচায় বন্দি হয়ে গেছে, সেই খাঁচা থেকে মানুষকে মুক্ত করতে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। জাতীয় পার্টির যারা কাদা ছোড়াছুড়ি করছে, তারা দায়িত্বশীল পদে নাই।
এসময় দলের নেতা মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দল মিলে সব ক্ষেত্রে লুটপাট করেছে, কেউ সুশাসন দেন নাই। মানুষ এই দুই দল চায় না।