নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার মহাসড়কের নোয়াখালী-ফেনী সড়কের সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০), একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম (৫৫), বেগমগঞ্জ উপজেলার জাবেদ হোসেন (৩০) ও লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির (৪৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ১টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক ব্যবসায়ীকে জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করে। পরে আসামিদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিরা দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা কিনে নোয়াখালীতে বিক্রি করত।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন রোহিঙ্গা ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের পরে আদালতে পাঠানো হবে।