সরকারের পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারের পতন ও রাষ্ট্রীয় ব্যবস্থা মেরামতে কাজ করছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার (২ নভেম্বর) সকালে জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রব। এসময় সরকার বিরোধী সমমনা রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সরকারের বর্তমান কর্মকাণ্ডের পরিচালনার সমালোচনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, সরকার ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে লুটপাটের পথ বেছে নিয়েছে। তবে, সরকারের হামলা-মামলা উপেক্ষা করে জনগণ রাজপথে নেমে এসেছে।