আরো তিন বছর আইন কমিশনের চেয়ারম্যান পদে থাকছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত রোববার থেকে এ নিয়োগ কার্যকর হয়।
বুধবার এ তথ্য নিশ্চিত করেন এ বি এম খায়রুল হক নিজে।
এর আগে ২০১৩ সালে সরকার তিন বছরের জন্য সাবেক এ প্রধান বিচারপতিকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তারপর থেকে তিন মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।
বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর অবসরে যান ২০১১ সালের ১৭ মে।
হাইকোর্ট বিভাগের বিচারপতির দায়িত্ব পালনকালে এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।
প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন।
১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানায় জন্মগ্রহণ করেন তিনি।