বরিশাল-পটুয়াখালীসহ জেলার সকল অভ্যন্তরীনরুটে মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। গতকাল মধ্যরাত থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
ফলে আজ শুক্রবার সকালে ঢাকা থেকে লঞ্চে আসা পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত যাত্রীসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বিএনপি নেতাদের দাবি আগামীকাল ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে নেতা-কর্মী-সমর্থকদের যোগদানে বাধাগ্রস্থ ও সমাবেশ বানচাল করতে পরিকল্পিত ভাবে এ ধর্মঘটের ডাকা হয়েছে।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন জানান, মহাসড়কে ত্রি-হুইলার, টমটম, নসিমন, অটোরিক্সাসহ সকল অবৈধ যানবাহন চলাচলে মহামান্য হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
বিভিন্ন সময়ে এ নিয়ে তাদের সঙ্গে সভায় দাবি জানানো হয়। কিন্ত এ ব্যাপারে তারা অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নিচ্ছেন না। ফলে সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। এ ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের দলীয় কোন নির্দেশনা বা হস্তক্ষেপ নাই বলেও জানান রিয়াজ উদ্দিন।