পিএসসি নন-ক্যাডার বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তার প্রতিবাদে প্রতীকী মুখোশ পরে টানা সপ্তম দিনের মতো সোমবার (৭ নভেম্বর) পিএসসি’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা। এ দিন বেলা ১১টা এবং দুপুর ২টার দিকে প্রার্থীরা মুখোশ পরে বিপুল সমাগম নিয়ে মিছিল করে পিএসসির চারপাশ প্রদক্ষিণ করে।
দাবি আদায়ের ব্যাপারে পিএসসি’র পক্ষ থেকে লিখিত বক্তব্যের বিষয়ে আজও জোর দাবি জানান প্রার্থীরা।
তারা বলেন, পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দিনের পর দিন এ সংকটে নিশ্চুপ থাকাটা অমানবিক।
৩০ অক্টোবর থেকে শুরু করে ৭ নভেম্বর পর্যন্ত টানা সাত দিন পিএসসি’র সামনে লাগাতার অবস্থান এবং শুক্রবার শহীদ মিনারে সাংস্কৃতিক প্রতিবাদসহ টানা ৮ দিন কর্মসূচি পালন করেও পিএসসি থেকে কোনো বক্তব্য পাননি প্রার্থীরা। তারা জানান,তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নন-ক্যাডার নিয়োগে পূর্বের নিয়মে ফিরে না যাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার সকাল ১১টায় আবারও পিএসসির সামনে এসে অবস্থান নিয়ে বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।