আওয়ামী লীগ সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আজ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে তারা এক বেলা কোনো মতে খেয়ে জীবন যাপন করছে। তাই যত দ্রুত সম্ভব এই সরকারকে হটিয়ে দেশের মানুষকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি ভোটের অধিকারসহ গণতন্ত্র ফিরিয়ে দেবে বিএনপি।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তিনি এসব মন্তব্য করেন।
এ সময় সব বাধা উপেক্ষা করে বিএনপি রাজশাহীতে সমাবেশ করবে বলেও জানান দুলু। তিনি বলেন, বাধা দিয়ে বিএনপির সমাবেশ পণ্ড করা যাবে না। ধর্মঘট বা বাস-ট্রেন চলাচল বন্ধসহ যতই ষড়যন্ত্র করা হোক না কেন বিএনপি সমাবেশ করবেই। কারণ এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চান না।
দলীয় নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এখন একটাই দাবি এই সরকারের পদত্যাগ। তাই এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। ’
জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, সদস্য মো. আব্দুল মতিন প্রমুখ।