‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ ই আলম বাচ্চু। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্ভাবনী মেলার বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিহাদ আল হাসান, শিক্ষক হরিচাঁদ কুণ্ডুসহ অন্যান্যরা।
পরে অতিথিরা উদ্ভাবনী মেলায় ২০টি ঘুরে দেখেন। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।