চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় স্কুলগামী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লাগলেও অল্পের জন্য প্রাণে বাঁচল ১৬ জন শিক্ষার্থী। তবে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বব) পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস পৌর এলাকার স্কুলের দিকে আসছিল।
পথে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় গাড়িটি রেল লাইনের ধারেই দাঁড় করান চালক। পরে তিনি তেল আনতে যান।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামি কমিউটার ট্রেনটি ছেড়ে গেলে হাজিমোড় এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এশিয়ান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, ওই মাইক্রোবাসে ১৬ শিক্ষার্থী ছিল। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।