টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৬)।
বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ জানান, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সে স্কুলে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে আলমগীর তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরের দিন ভুক্তভোগীর বাবা গোপালপুর থানায় মামলা করেন।
সে বছরের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তোজাম্মেল হক আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তখন আসামি কারাগারে ছিল। পরে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন আলমগীর।