December 26, 2024, 12:49 pm

সিরাজগঞ্জে দর্শনার্থীদের মোবাইল ও টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, November 12, 2022,
  • 37 Time View

সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু ইকোপার্কের প্রধান গেট থেকে দর্শনার্থীদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ও টাকা। এসময় জব্দ করা হয়েছে মোটরসাইকেল।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য জানান।

 

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামের জাহিদুল ইসলাম (২০), ইব্রাহীম খলিল লিমন (১৪) এবং ডিগ্রিরচর গ্রামের মো. আবদুর রহিম (৩৪)।

পুলিশ জানায়, ১ নভেম্বর বিকেলে দুই মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী সিরাজগঞ্জ থানাধীন ইকোপার্কে ঘুরতে আসা দুই ব্যক্তিকে ঘিরে ধরে। এ সময় দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে ৮৮০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগীরা সিরাজগঞ্জ সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে ২ ছিনতাইকারী এবং তাদের সহযোগিতার অভিযোগে এক দোকানদারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71