দেশে তীব্র শীতে উষ্ণতার জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা বেড়ে যাচ্ছে। উত্তরবঙ্গে এটা বেশি ঘটছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ বছরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর বিভাগের ৮ জেলায় প্রাণ গেছে ৩৬৫ জনের। দগ্ধ আরও প্রায় সাড়ে ৪শ’ মানুষের জীবন কাটছে দুর্বিষহ।
শীতকালে অগ্নিদগ্ধ হলে সেটি অন্য সময়ের থেকে মারাত্মক হয়ে বলে জানান চিকিৎসকেরা। তাই শীতের আগে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের।
উত্তরের বাসিন্দারা জানান, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে একটু উষ্ণতার আশায় আগুন পোহান তারা। অসাবধানতায় দুর্ঘটনার শিকার হন অনেকে।
রংপুরের ডক্টরস কমিউনিটি হসপিটারের চিকিৎসক মিরাজুল মহসিন জানান, শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের ঘটনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।
ফায়ার সার্ভিস জানায়, শীতের শুরু থেকেই গ্রামগঞ্জে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে থাকেন তারা।