এম.এস রিয়াদ, বরগুনা জেলা প্রতিনিধি: বিশ্বে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় ব্যপকভাবে গণ সচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহীনি বরগুনা কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট কমান্ডার সামস্ এর সহযোগিতায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার স্বাস্থবিধি মেনে চলতে বরগুনা পৌর শহরের বিভিন্ন বাজার পয়েন্ট, প্রত্যেকটি দোকান ও সাধারণ মানুষের মাঝে চালিয়েছেন গণসচেতনতামূলক অভিযান। তার সাথে বিতরণ করেছেন সার্জিক্যাল মাস্ক।
বাংলাদেশ সরকারের স্বাস্থ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ও নির্দেশিত আইন ও স্বাস্থবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেছেন সর্বোচ্চ মেধা দিয়ে।