December 23, 2024, 7:17 am

শাকিব আমাকেও কোলে তুলে নিয়েছিল: অভিনেত্রী ইলোরা।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 14, 2022,
  • 46 Time View

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। আর এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী ইলোরা গওহর। ইলোরার দাবি, তাঁকেও জড়িয়ে ধরে কোলে নিয়েছিলেন সাকিব।

সম্প্রতি নিজের সন্তানের ছবি প্রকাশ্যে আনেন বুবলী।

তিনি জানান, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাঁর সঙ্গে বিয়ে হয় শাকিবের। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাঁদের সন্তান শেহজাদ খান বীর। প্রথমে একটি বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। ঠিক তারপরেই তাঁর এবং শাকিবের সন্তানের ছবি প্রকাশ্যে আনেন তিনি। সেই সন্তানকে স্বীকৃতি দিয়েছেন শাকিব-ও। কিন্তু তাতেও বিতর্ক কমেনি।

 

শাকিবের সমালোচনা করেন তাঁর ভক্ত থেকে শুরু করে একাধিক সহকর্মীও। এই সময়েই বিতর্ক আরও উসকে দিয়েছেন ইলোরা। তাঁর দাবি, ‘শাকিবের কোনো দোষ নেই। সব দোষ বুবলীর। ’ একটি ভিডিয়োতে শাকিবের পক্ষ নিয়ে, এই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সেখানে ইলোরা দাবি করেন, ‘শাকিবকে ডোবানোর চেষ্টা করছেন বুবলী। শাকিব আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়েছিল। কই আমি তো গর্ভবতী হইনি। ’ তাঁর এই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।

ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। জায়েদের পেছনে অনেক মেয়েই লম্বা লাইন দিয়ে ঘুরে বেড়ায়। সুপারস্টার শাকিবের পেছনে শতাধিক মেয়ে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। একটা লোককে নিজের মতো থাকতে দিন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নেইনি? শাকিবকে ডোবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই। ’ তাঁর মতে, যে কেউ শাকিবের সঙ্গে ‘শুতে’ পারে। এটা কলকাতায় হামেশাই হয় বলেও মন্তব্য করেন বাংলাদেশের সিনেমার এই অভিনেত্রী।

ইলোরার দাবি, মিডিয়ায় অনেকেই নিজের ইচ্ছায় অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। কিন্তু সেই সম্পর্ক বিয়ের জন্য নয়। সেই রকমই ‘কিছু একটা’ হয়েছে শাকিব এবং বুবলীর মধ্যে। ইলোরার দাবি, অপু বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শাকিবের। তাঁকে বিয়েও করেন শাকিব। এই কারণে তাঁদের সন্তানকে ‘মেনে নেওয়া’ যায়। কিন্তু বুবলীর সঙ্গে বাংলাদেশের সিনেমার এই সুপারস্টারের ‘ওই রকম কোন সম্পর্ক’ ছিল না বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71