শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে নেশাগ্রস্ত শ্যালক উৎসব মারাকের হাতুড়ের আঘাতে নেশাগ্রস্ত ভগ্নিপতি আলবার্ট দাওয়ার মৃত্যু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার রাতে আলবার্ট উপজাতি অন্য সঙ্গীদের সঙ্গে চোলাই মদ খেয়ে বাড়ি ফিরছিল।
এ সময় শ্যালক উৎসব মারাকের বাড়িতে এলে উভয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বাধে। তর্কের একপর্যায়ে উৎসব মারাক তার ঘরে থাকা পাথর ভাঙার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আলবার্ট লুটিয়ে পড়েন। স্বজনেরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উৎসবকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।