December 23, 2024, 8:04 am

জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে: বাংলাদেশ ব্যাংক।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 14, 2022,
  • 39 Time View

দেশের ব্যাংকগুলোয় গচ্ছিত গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে।

ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনও সংকট নেই। ’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনও ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনও ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ’

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বর্তমানে দেশের ব্যাংক ব্যবস্থায় তারল্যের কোনও সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71