আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজ দেখে বিএনপি ঈর্ষান্বিত। হারানো হাওয়া ভবন ফিরে পেতে বিএনপি টেক ব্যাক আন্দোলন করছে।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টিতে নেই আওয়ামী লীগ। যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে? বিএনপির দল বা সংগঠন করার জন্য কোন লোক দরকার নেই।
বিদেশিদের কাছে নালিশ করার জন্য লোক দরকার।
সোমবার (১৪ নভেম্বর) এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন- বিএনপির জাতীয় কাউন্সিল কবে হয়েছিল? যাদের নিজেদের ভেতরে গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে কীভাবে?
এদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুতে ওঠার আগে অতীত বক্তব্যের জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল। ফখরুল সাহেব বলেছেন তারেকের নেতৃত্বে জাতীয় সরকার করবে। অর্থাৎ আবার হাওয়া ভবন বানাতে তারেক রহমানকে ফিরিয়ে আনতে চায়। তারেকের নেতৃত্বে জাতীয় সরকার জনগণ মেনে নেবে না।