December 26, 2024, 1:14 am

শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, November 15, 2022,
  • 35 Time View

ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নে শীতালি বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ওই ইউনিয়নের দলিলপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নায়েব আলী ও শীতালি গ্রামে আওয়ামী লীগ নেতা লাল্টু জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে শীতালি বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একটি ঘটনা ঘটেছিল। আমরা সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71