অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে সংলাপ শেষে একথা বলেন বিএনপি মহাসচিব৷ তিনি জানান, এই আন্দোলন পরিচালনা করতে দ্রুত লিয়াজো কমিটি গঠন করা হবে।
এসময় জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, বহু মঞ্চ হয়েছে, জোট হয়েছে কিন্তু আজ ঐতিহাসিক দিন। এই জোট আন্দোলন, নির্বাচন একইসাথে করবে।
গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণ অধিকার পরিষদের ফারুক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।