গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।
ডিএমপির এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিএনপি যে ভেন্যু চেয়ে দরখাস্ত দিয়েছে, তা নিয়ে আলোচনা করা হবে। সমাবেশ নিয়ে যদি কোনো বিশৃঙ্খলার শঙ্কা না থাকে, তখন অনুমতি দেওয়া হয়।
’
এর আগে সমাবেশে অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন বিএনপির ৭ সদস্যদের প্রতিনিধি দল।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নয়া পল্টন বিএনপি পার্টি অফিসের সামনে করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান।
আমান বলেন, ‘সমাবেশ উপলক্ষে যাতে পরিবহন বন্ধ করে নেতাকর্মীদের বাধা সৃষ্টি করা না হয়, সে বিষয়ে কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ’