মশিউর রহমান পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সোমবার দিনভর সুশীলন এর আস্থা প্রকল্পের উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক মাইকিং প্রচারনা করা হয়েছে। মাইকিং এ বলা হয়- স্বাস্থ্য বিধি মেনে চলুন, করোনার ঝুঁকি এড়িয়ে সুস্থ থাকুন।
কিছুক্ষন পরপর সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ভাল করে দুই হাত ধুয়ে নিন। সাবান দিয়ে হাত না ধুয়ে চোখ, নাক বা মুখে হাত দিবেন না। জরুরী কাজে বাহিরে বের হলে মাস্ক পরে বের হন। ডাক্তারী পরামর্শ পেতে সরকারি হেল্প লাইন ৩৩৩ এবং ১৬২৩৬ নম্বরে ফোন করুন। পারিবারিক সহিংসতা বন্ধ করুন,
নির্যাতন মুক্ত পরিবারে নারী পুরুষ সকলে মিলে নিরাপদে থাকুন এবং ঘরের কাজগুলো ভাগ করে নিন। পরিবারের সদস্যদের সাথে ভাল ব্যবহার করুন। নির্যাতনের স্বীকার হলে সহায়তা পেতে সরকারি হেল্প লাইন ১০৯ অথবা ৯৯৯ এ ফোন করুন।
এবিষয়ে গলাচিপা শাখা আস্থা প্রকল্পের কো-অর্ডিনেটর হাসিনা পারভীন ও স্যোশাল এডমিনেস্ট্রটর মো. হাসান মাহমুদ বলেন, আমাদের এই সচেতনমূলক মাইকিং ২০ দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলবে। সবাই সুস্থ থাকলে আমাদের এলাকা সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে আমাদের সোনার বাংলাদেশ।