December 23, 2024, 6:17 am

ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে: গভর্নর।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, November 17, 2022,
  • 35 Time View

মার্কিন ডলারের চাহিদার তুলনায় জোগানের সংকট চলছে দীর্ঘদিন ধরে। তবে এই সংকট শেষ হওয়া নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। একইসঙ্গে আমদারিকারকদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এ আশার বাণী ও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

 

গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, ‘ডিসেম্বর নাগাদ ডলার সংকট কেটে যাবে। এলসি করতে কোনো বাঁধা নেই। তবে আমদানির ক্ষেত্রে মূল্য অতিরিক্ত দেখানো (ওভার ইনভয়েসিং) কিংবা মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং) হলে কোনো ছাড় নয়। ’

তিনি আরও বলেন, ‘অর্থপাচারের উদ্দেশে আমদানিতে ঋণপত্র খুলে ওভার এনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিংয়ের চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রাজুয়েশন বিদেশি বিনিয়োগ আর্কষণে দেশের ভাবমূর্তি অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও আস্থা বাড়াবে। তবে মনে রাখা দরকার, করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব রয়েছে। পাশাপাশি বৈশ্বিক চাপও রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা রয়েছে। এতে করে ব্যবসায়ীদের খরচ বেড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দিয়েছে। এ অবস্থায় টেকসই বাণিজ্য নিশ্চিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মকৌশল নিতে হবে। বিদ্যমান যে ব্যবসা পরিবেশ তা দিয়ে আগামী চার বছরের মধ্যে উত্তরণ সম্ভব না। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71