চনপাড়ায় বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের হত্যার ঘটনা ঘটেনি বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। ঘটনার দিন তাকে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়ীতে দেখা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান ডিবি প্রধান। তিনি বলেন, ওইদিন যাত্রাবাড়ীতে সাদা পোশাক পরা এক ব্যক্তির সাথে কথা বলে ফারদিন।
এরপর লেগুনার চড়ে বিশ্বরোডের দিকে যায় সে ও তার বান্ধবী। সে সময় লেগুনায় আরও চারজন ব্যক্তি ছিল। ডিবি প্রধান আরও বলেন, যদিও সার্বিক বিশ্লেষণে রাত আড়াইটায় ফারদিনের চনাপাড়ায় থাকা সম্ভব না।
এদিকে, ডিবির তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন ফারদিনের বাবা। তবে এত রাতে বিভিন্ন জায়গায় ফারদিনের ঘোরাফেরা করার কথা না বলেও জানান তিনি।
অন্যদিকে, চনপাড়ার বস্তি এলাকায় বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফারদিনকে মারপিট করে রায়হান গ্যাং। এমনটাই দাবি করেছেন চনপাড়ার স্থানীয়রা। বস্তিবাসী জানায়, একটি ছেলে তার বান্ধবীসহ ওই এলাকায় এসেছিল। সেই নারীর সাথে অশালীন আচরণকে কেন্দ্র করে রায়হান গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা তাদের।