December 23, 2024, 2:39 am

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2020,
  • 406 Time View

 

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ নাটোরে ২ মনের বেশি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী ট্রাক চালক ও হেলাপারকে আটক করেছে র‌্যাব। ২২ জুন রাত সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অভিযান চালায় র‌্যাব -০৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

এসময় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুরঙ্গামারী উপজেলার জয়মনিরহাট গ্রামের কবির হোসেনের ছেলে চালক স্বপন(৩৫) এবং পাটেশ্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহজালাল(২০)।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে দশটায় নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ৮১ কেজি গাজা সহ স্বপন ও শাহজালালকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাকটি সহ অন্যান্য কাগজ পত্র। এ ব্যাপারে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71