সরকারের বালখিল্য (শিশুসুলভ) আচরণে বিএনপির ৩ ঘণ্টার সমাবেশ ৩ দিনে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সভায় সাংবাদিকদের এসব বলেন তিনি। এসময় সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, যত শীঘ্রই পদত্যাগ করবে ততই মঙ্গল। নইলে আন্দোলনের এই ধারা শেষ পর্যন্ত সরকারের ‘সেফ এক্সিট’টাও বন্ধ করে দেবে।
বান্দরবানে পরিচালিত অভিযান না জানি সাধারণ মানুষ দমনের হাতিয়ার হয়ে পড়ে; সভায় এমন শঙ্কা প্রকাশ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, গত পনের বছরে এই সরকার গণতন্ত্রকে সম্পূর্ণ হত্যা করেছে। সুতরাং যত দ্রুত তারা পদত্যাগ করবে ততটাই মঙ্গল তাদের।
তবে ঢাকার সমাবেশ নেহাতই একটি বিভাগীয় সমাবেশ এবং এটিই চূড়ান্ত নয় বলেও জানান ফখরুল। তিনি বলেন, এই বিভাগীয় সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।