আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বৈশ্বিক মন্দা বিবেচনায় আওয়ামী লীগ ২২তম সম্মেলন সাদামাটাভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের কোন কমতি থাকবে না।
আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুটি সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সম্মেলনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।
সভায় সম্মেলনে অংশ নেওয়া নেতাকমীদের নিরাপত্তাসহ তাদের ঢাকায় প্রবেশের সহযোগিতা ক্ষেত্রে নানা দিক নিদেশনা দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, ডিসেম্বরে বিএনপি কী করবে তা নিয়ে আওয়ামী লীগ মাথা ঘামায় না। তবে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে আওয়ামী লীগ তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।