আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছানো শুরু করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রায় সব ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। এরপর থানা সম্মেলন শেষে নতুন নেতৃত্ব পাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নেতাকর্মীদের প্রত্যাশা দলে ত্যাগী আর যোগ্যরা ঠাঁই পাবে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে উজ্জীবিত রয়েছেন নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন জানান, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। চলছে দলের সম্মেলনও। তাই বন্দরনগরীতে চাঙ্গা আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসব আমেজে চলছে দলের কার্যক্রম। সমাবেশ সফল করতে দিন-রাত এক করে কাজ করছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের চাওয়া দুঃসময়ে দলের হয়ে যারা কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হবে। তারা বলেন, যারা ত্যাগী ও পরীক্ষিত কর্মী তাদের নিয়ে আমরা কমিটি করবো।
ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে নতুন নেতৃত্ব পাবে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে এই সম্মেলন কবে হবে তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।