December 23, 2024, 7:26 pm

ফেসবুকে গ্রুপ খুলে ৩০০ কোটি টাকা হাতিয়ে উধাও ইসমাইল।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, November 19, 2022,
  • 29 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্কুল-কলেজের ব্যাচভিত্তিক একটি গ্রুপ খুলে নিজেকে বড় ঠিকাদার হিসেবে পরিচয় দিতেন ইসমাইল হোসেন ওরফে রিগ্যান। আস্থা অর্জনে তিনি ফেসবুক পোস্টে আলিশান অফিস আর বাড়ির ছবি দিতেন। গ্রুপের সদস্য বন্ধুদের কাছে পেজটি জনপ্রিয় হয়ে। ঠিকাদারিতে বন্ধুদের বিনিয়োগ করে বেশি টাকা আয়ের প্রলোভনও দেখাতেন।

ইসমাইলের ফাঁদে পা দিয়ে অনেকে সেখানে বিনিয়োগ করেন।

 

প্রথমে বিনিয়োগ করে অনেকে লাভ পান। এতে উদ্বুদ্ধ হয়ে অন্য বন্ধুরা ইসমাইল হোসেনের ব্যবসায় টাকা ঢালেন। তারা খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি। অর্থ লাখ থেকে শুরু করে দুই লাখ পর্যন্ত বিনিয়োগ করেন কেউ কেউ। শুরুর কয়েক মাস বিনিয়োগের বিপরীতে প্রতি এক লাখে পেয়েছেন পাঁচ হাজার টাকা। পরে লাভ দেওয়া বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে খোঁজ নিয়ে ফেসবুক বন্ধুরা জানতে পারেন, তাঁদের টাকা নিয়ে পালিয়েছেন ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ অলিপুর পাটোয়ারি বাড়ির মফিজুল ইসলাম পাটোয়ারির ছেলে বলে জানিয়েছেন পুলিশ। তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। পড়ালেখা স্নাতক পর্যন্ত। তিনি ২০০২ সালের এসএসসি ও ২০০৪ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সারা দেশের এ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ রয়েছে। ২০১২ সালে গ্রুপটি খোলা হলেও ২০১৭ সালের দিকে এটির অ্যাডমিন হন ইসমাইল।

ভুক্তভোগী ও পুলিশ জানিয়েছে, ফেসবুক বন্ধুদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ইসমাইল  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, রাজশাহীসহ সারা দেশের ফেসবুকভিত্তিক গ্রুপের বন্ধুরা। প্রতারণার শিকার হওয়া এসব লোকজনের মধ্যে আইনজীবী, ব্যবসায়ী, প্রবাসী ও ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

ঢাকা ও চট্টগ্রামে ইসমাইলের বিরুদ্ধে গত মাসে ৯টি মামলা হয়। অনেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলেও তদন্তে নেমে পুলিশ ইসমাইলের কোনো টাকা ও সম্পদের হদিস পাচ্ছে না। এদিকে তাঁকে দেশে এনে বিচারের দাবিতে গত অক্টোবরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

২০১৮ সালের শুরুর দিকে ইসমাইল ওই ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেন। চট্টগ্রাম নগরের অভিজাত খুলশী এলাকায় ২ হাজার ২৮৯ বর্গফুটের আলিশান ফ্ল্যাট কিনে থাকতেন তিনি। পাশের একটি ভাড়া বাড়িতে গ্লোবাল করপোরেশন নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলেন। এ কারণে সহজে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন তিনি।

ইসমাইলের স্কুলভিত্তিক গ্রুপে ছিলেন ফারুক আহমেদ। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফারুক গণমাধ্যমকে বলেন, ‘কয়েক দফায় বন্ধু ইসমাইলকে তিনি ৬৪ লাখ টাকা দেন। বিনিময়ে লাখে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা পেতেন। গত বছরের সেপ্টেম্বর থেকে লাভ দেওয়া বন্ধ করে দেন ইসমাইল। ’ লাভ দূরে থাক, ব্যবসার জন্য তাঁর দেওয়া সব টাকা এখন হাওয়া হয়ে গেছে বলে জানান ফারুক আহমেদ।

চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মো. সোহাগ। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে নিজেদের স্কুল-কলেজভিত্তিক ফেসবুক গ্রুপের মাধ্যমে ইসমাইলকে চেনেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ১০ লাখ টাকা দেন ইসমাইলকে। পরের বছরের ফেব্রুয়ারিতে আরও ১০ লাখ টাকা দেন। তাঁর আরেক বন্ধু সাঈদসহ মোট ৩৪ লাখ ৭০ হাজার টাকা দেন। টাকা দেওয়ার পর থেকে লাখে পাঁচ হাজার টাকা করে লাভ পান। গত বছরের সেপ্টেম্বর থেকে আর পাচ্ছেন না। ’

বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসায় বিনিয়োগের জন্য নগদ টাকা ছাড়া ভাড়া গাড়িও নিয়েছেন ইসমাইল। অন্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি ভাড়া দিতেন ইসামইল। দুবাইয়ে পালানোর আগে মানুষের কাছ থেকে নেওয়া গাড়িগুলো বিক্রি করে দিয়েছেন জাল কাগজপত্রের মাধ্যমে।

গত সেপ্টেম্বরে ইসমাইল ২৫ লাখ টাকা দামের একটি প্রিমিও প্রাইভেট কার নেন কে এম মাইনুল হক আজাদ নামের কর আইনজীবীর কাছ থেকে নেন। কে এম মাইনুল হক এখন তাঁর গাড়ির খোঁজ পাচ্ছেন না বলে জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাসিক ৪৭ হাজার টাকা ভাড়ায় কারটি ইসমাইলকে ভাড়া দিই। কিন্তু গাড়িটি এখন কোথায় আছে জানি না। ’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, ইসমাইল হোসেন ফেসবুক বন্ধুদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ইসমাইল হোসেন সপরিবার দুবাইয়ে চলে যান গত সেপ্টেম্বরে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সাহায্য নেওয়ার চেষ্টা চলছে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71