ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে শহরের আলিয়া মাঠে অবস্থান নিতে শুরু করেছেন সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা।
বিএনপির নেতারা বলছেন, সব বাধা উপেক্ষা করে জনসভা রূপ নেবে জনসমুদ্রে। নানাভাবে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
সিলেটে সমাবেশের পর ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে। সবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হওয়ার কথা।
এর আগে ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ হয়। আওয়ামী লীগ বলছে, কর্মসূচির নামে বিশৃঙ্খলা হলে শক্ত হাতে দমন করা হবে।