জঙ্গি সম্পৃক্ততার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দু’জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সাদিক সাইফুল্লাহ ও আরিফ ফাহিম সিদ্দিকীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখাতে মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ৯ নভেম্বর রাফাত সাদিক এবং আরিফ ফাহিম সিদ্দিকীকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাত সাদিকের নাম বেরিয়ে আসে। তিনি ওই জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানায় সিটিটিসি।