গ্রিন ও ক্লিন গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলার ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ যৌথ টিম শনিবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া, ঘোড়াইড় ও পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মেসার্স এসআরআরবি ব্রিকস, মেসার্স লালপরী ব্রিকস, মেসার্স আরএসআরবি ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মেসার্স হাসেম ব্রিকস উচ্ছেদ করে।
এ সময় মেসার্স এসআরআরবি ব্রিকস, মেসার্স লালপরী ব্রিকস ও মেসার্স আরএসআরবি ব্রিকসের মালিকে ৩ লাখ করে মোট মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়ের পর ভাটা ৩টি উচ্ছেদ করা হয়।
এরপর মেসার্স স্টার ব্রিকস ও মেসার্স হাসেম ব্রিকস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
আভিযান চলাকালে ভাটাগুলোর চিমনি ও ক্লিম ভেঙে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ইটখোলার আগুন নিভিয়ে দেয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন ও পারিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
পারিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জমান বলেন, ‘গ্রিন ও ক্লিন গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে নির্মিত ৫টি ইটভাটা আমরা উচ্ছেদ করেছি। ভাটাগুলো লাইসেন্স ছাড়া অবৈধভাবে গড়ে উঠেছে। তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ভাটাগুলো কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করছিল। ’
অভিযানে পারিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, গোপালগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটেলিয়ন সদস্যরা অংশ নেন।