নাটোরের সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাত পৌনে ৯টায় উপজেলার পিপলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মার্চ মাসে রাজশাহীর বাঘার শাহদোলা মাজার জিয়ারতের সময় প্রতারক চক্রের একজনের সাথে পরিচয় হয় ভুক্তভোগী মো. তরিকুল ইসলামের। এ সময় মোবাইল নম্বর আদান প্রদান করেন তারা।
দাওয়াত দিয়ে বাড়িতেও নিয়ে যায় সে।
বন্ধুত্বের সম্পর্কে প্রতারক চক্রের ওই সদস্য তার এক আত্মীয়ের পুকুর কাটার সময় একটি স্বর্ণের মূর্তি পাওয়ার কথা বলে এবং মূর্তির একটি হাতের অংশ স্বর্ণকারের দোকানে নিয়ে পরীক্ষা করালে তা স্বর্ণ বলে জানায় ওই স্বর্ণ দোকানী। এতে বিশ্বাস জন্মালে তরিকুল সেটি ২ লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। পরে সেটি স্বর্ণের দোকানে পরীক্ষা করাতে গেলে স্বর্ণকার জানায় পুতুলটি নকল।
ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সকলেই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
এ ঘটনায় ভুক্তভোগী সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন।