দীর্ঘ আট বছর পর আজ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে গোটা শহরে সাজ সাজ রব। নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
দাবি উঠেছে, নারী নেতৃত্বকেও প্রাধান্য দেওয়ার।
গোটা শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। দিন রাত কোরে চলছে সভা-সেমিনার। সম্মেলন সফল করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। পদের জন্য চলছে জোর লবিংও।
কথা হয় স্থানীয় কয়েকজন নেতার্কমীর সঙ্গে। তারা জানান, দুর্দিন যারা দলের সঙ্গে ছিল তারা কমিটি আসুক। পরীক্ষীত নেতারা ঠাঁই পাক নতুন কমিটিতে। নতুন নেতৃত্বের এই লড়াইয়ে নারীদের প্রাধান্য দেওয়ারও দাবি জানিয়েছেন অনেকে।
লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ। ওই সময়ে গোলাম ফারুক পিঙ্কু সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।