বিএনপি হেফাজতে ইসলামের মতো অরাজকতার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। হেফাজত যেমন একবার দেশে অশান্তি করার চেষ্টা করেছিল, বিএনপি এবার সেটাই করতে চাই। কিন্তু সরকার এটা হতে দেবে না।
’
বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদিকদের এসব কথা বলেন হাছান মাহমুদ।
১০ ডিসেম্বর ঢাকার সব অলি-গলিতে আওয়ামী লীগের কর্মীরা থাকবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিগোষ্ঠীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির এখনকার কাজের মিল রয়েছে। তাদের এসব তৎপরতা সফল হতে দেবে না সরকার। ’
তিনি বলেন, ‘খালি কলসি বেশি বাজে, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি সেরকম বেশি বাজছে। ১০ ডিসেম্বর কী হবে সেটা সরকার জানে। তারা ওই দিন সরকার পতনের একদফা আন্দোলন করবে বলে যা বলছে, এসব নিয়ে তারা অনেকবার বলছে। এগুলো নিয়ে ভাবছে না সরকার। ’
সমাবেশ কেন একটি প্রধান রাস্তা বন্ধ করেই করতে হবে এমন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের এত বড় সমাবেশ করার জন্য পুর্বাচলই ঠিক আছে। ’