January 10, 2025, 7:29 am

পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনীর।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, November 24, 2022,
  • 28 Time View

পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে আজ। দেশটির সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনীর। লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব।

খবর ডনের।

 

বৃহস্পতিবার সৈয়দ আসিম মুনীরকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ বিষয়ক নথি প্রেসিডেন্ট আরিফ আলভীর কাছে পাঠানো হয়েছে।

সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেয়ার পরপরই গণমাধ্যমকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই সেনাপ্রধানকে নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করবেন এবং এ নিয়োগকে বিতর্কিত করবেন না।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি তিন সশস্ত্র বাহিনীর সমন্বয়ক হিসেবে কাজ করে। জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী ও জাতীয় কমান্ড অথরিটির প্রধান সামরিক উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71