December 23, 2024, 8:05 pm

রাঙ্গাবালীতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2020,
  • 185 Time View

 

গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি-

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বরইতলা বাজার সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আরসিসি দ্বারা নির্মিত এই সড়কটি ঢালাইয়ের একদিনের মধ্যেই বিভিন্নস্থানে ফাটল ধরেছে।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় বরইতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মানিক গাজী, রেশাদ খলিফা, আলাউদ্দিন বেপারী ও আল আমিন মৃধা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের কাজ করা হয়েছে। এমনকি ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ খুব কম দেয়া হয়েছে। সড়ক নির্মাণে এত অনিয়ম আগে কখনো দেখিনি। ঢালাইয়ের এক দিন পরেই সড়কে ফাটল ধারার দৃশ্য এটা নজির বিহীন। এটা কোনভাবেই মেনে নেয়া যায়না।

একদিন পরেই যদি রাস্তার বিভিন্নস্থানে ফাটল ধরে, তবে আগামী দিনে এসড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়বে। তখন মানুষের দূর্ভোগের সীমা থাকবেনা।’ তাই অনতিবিলম্বে সড়ক পুন:রায় নির্মাণের দাবী জানায় বক্তরা।জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) হতে ১০০ মি.

আরসিসি সড়ক নির্মানে ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সোমবার দুপুরে সড়ক ঢালাইয়ের কাজ শেষ হয়। এর একদিন পরেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে। মঙ্গলবার সকালে সড়কে ফাটল দেখে স্থানীয়রা জড়ো হতে থাকে। এরপর সড়ক পুনঃরায় নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এবিষয়ে রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির বলেন, ’মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছি। যেই যায়গা দিয়ে ফেটেছে সেখান দিয়ে মেরামত করার জন্য বলেছি। তারা অতি দ্রুত মেরামত করে দিবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71