রাজধানীর ইসিবি চত্বরে বসুমতি পরিবহনের একটি বাসের চাপায় কুলছুম বেগম নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলছুমের বাড়ি বরিশালের মেনেন্দীগঞ্জ উপজেলায়।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরের বাসস্ট্যান্ডে এক নারী ২ বছরের মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে বসুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে ওই নারী নিহত হন এবং মেয়ে দূরে ছিটকে পড়ে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারীর মরদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায় পুলিশ।