শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সিরাজগঞ্জে চারশ একর জমির উপর প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন হবে। এতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে শিল্পপার্কের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
আগামী জুনে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শিল্পপার্কের উদ্বোধন করবেন। শিল্পপার্কটিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান জমির প্লট নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।