রংপুর সিটি করপোরেশনে সরবরাহ করা পানি দুর্গন্ধের কারণে ব্যবহার করতে পারছে না সেখানকার মানুষ। আবার এই পানিও পাচ্ছেন না সময়মতো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সুপেয় পানির জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া প্রকল্পটিও আলোর মুখ দেখেনি এখনো।
তাই দ্রুত ওয়াসা গঠন করে পানি সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন নগরবাসী।
রংপুর সিটি করপোরেশনের ১০ বছর পরেও এখানকার ৩৩টির মধ্যে বর্ধিত ১৮টি ওয়ার্ডের মানুষ এখনো পায়নি সিটি করপোরেশনের পানি। যেসব ওয়ার্ডে পাওয়া যায়, তারও সময়ের ঠিক নেই। প্রতিদিন ৮ ঘণ্টা পানি দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই পানি চলে যায়। ফলে চরম ভোগান্তিতে নগরবাসী।
নগরবাসী সঙ্গে কথা বলে জানা যায়, যেটুকু সময় পানি মেলে তা ময়লা আর দুর্গন্ধে ভরা। খাবার তো দূরের কথা অন্য কোনো কাজেও ব্যবহার করা যাচ্ছে না এই পানি। তারা বলেন, সময়মতো পানি ও বিদ্যুৎ বিল দেওয়ার পরও মিলছে না বিশুদ্ধ পানি।
রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম জানান, রংপুর সিটি করপোরেশনে বিশুদ্ধ পানির যে প্ল্যান্টেশন আছে, সেটাকে সময়োপযোগী করে চালু করা না হলে এই সমস্যা থাকবেই। ফলে নানা রোগে আক্রান্ত হবে নগরীর মানুষ।
রংপুর সিটির পানি শাখার সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রমহান জানান, পাইপ ফেটে যাওয়া ও বিদ্যুৎ সমস্যার কারণে পানি সরবারহ কিছুটা বিঘ্নিত হচ্ছে।
আর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রুহুল আমি মিঞা জানান, ওভারহেড ট্যাংকগুলো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। প্রকৌশল শাখার মাধ্যমে কাজ করার চেষ্টা চলছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি করপোরেশনে দ্রুত ওয়াসা গঠন করে নগরবাসীর পানি সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।