January 10, 2025, 2:00 am

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, November 27, 2022,
  • 25 Time View

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই কমেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৯ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩০২ জন।

রোববার (২৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩০০। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৩৫ হাজার ৭৫৩ জনে। একই সময়ে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬০ হাজারের বেশি। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৩৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮৩৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬২ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪২৯ জনে।

বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা এক কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৪৬১ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩২৭ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, ফ্রান্স, ব্রাজিল ও তাইওয়ান।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায়ও শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ১৬৪ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ৪৯ হাজার ৩৬ জন। আর সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন ৮ মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪ হাজার ৭৫১ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71