প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশীরা। কিন্তু সে তুলনায় বাড়ছে না রেমিট্যান্স। গত আট মাসের রেমিট্যান্সের হার সর্বনিম্নে পৌঁছেছে। জানা গেছে, বাংলাদেশে ৪৯ ভাগ রেমিটেন্স আসছে হুন্ডির মাধ্যমে।
দেশে ডলার সংকট মোকাবেলায় সরকার রেমিট্যান্স আহরণে জোর দিলেও তাতে বাঁধ সেধেছে হুন্ডি। অবৈধ এই মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের চেয়ে বিদেশি মুদ্রার বিনিময় হার কিছুটা বেশি পাওয়ায় প্রবাসী কর্মীদের একটি অংশ হুন্ডিতে ঝুঁকছেন।
বাংলাদেশ সরকার নানা উদ্যোগের পরেও রেমিট্যান্স কেন কমছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সম্প্রতি ফি মওকুফের কথা জানিয়েছে সরকার। যদিও এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ অনুযোগ রয়েছে। যেকোনো এক্সচেঞ্জ ও ব্যাংক থেকে দেশে পাঠাতে চার্জ মওকুফ করলে রেমিট্যান্স বাড়বে বলে মনে করেন অনেকে।
ব্যবসায়ীরা মনে করেন বাংলাদেশী ব্যাংকের শাখা বাড়ানোর পাশাপাশি এক্সচেঞ্জ হাউজগুলোর ফি মওকুফের উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ২০ লাখ বাংলাদেশির বসবাস। এর মধ্যে বেশিরভাগই সৌদিআরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। ফলে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে মধ্যপ্রাচ্য থেকেই।