December 23, 2024, 3:06 pm

মানবতাবিরোধী মামলায় চট্টগ্রামের শওকাতুলের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 28, 2022,
  • 31 Time View

একাত্তরের মুক্তিযুদ্ধে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শওকাতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি তদন্ত সংস্থার ৮৬তম প্রতিবেদন।

এ মামলায় ২০১৯ সালের ৬ মার্চ আসামির বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এরপর তিন বছর ৮ মাস ২০ দিন অনুসন্ধান শেষে ২০২২ সালের ২৬ নভেম্বর প্রতিবেদন প্রস্তুত করার পর প্রসিকিউশনের কাছে তা দাখিল করা হয়। এরপর আজ সেটি প্রকাশ করা হলো।

 

মানবতাবিরোধী মামলায় শওকাতুলের বিরুদ্ধে ১০ হত্যাকাণ্ডসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে চারজনকে ধর্ষণ, দেড় শতাধিক লোককে আটক-নির্যাতন এবং দুই শতাধিক বাড়ি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71