December 25, 2024, 4:47 am

৫৪ ইউপি ও ৫ পৌরসভাতে আ.লীগের প্রার্থী যারা।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 28, 2022,
  • 24 Time View

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫টি পৌরসভা ও ৫১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। গণভবনে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

পাঁচ পৌরসভার প্রার্থীরা হলেন– পঞ্চগড়ের বোদা পৌরসভায় আজাহার আলী, দিনাজপুরের বিরলে সবুজার সিদ্দিক সাগর, রাজশাহীর বাঘায় শাহিনুর রহমান, নাটোরের বনপাড়ায় কে এম জাকির হোসেন এবং ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় সাইফুর রহমানকে নৌকা প্রতীক দেওয়া হয়।

৫১টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউপিতে মুকুল চন্দ্র রায়। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীতে মুহাম্মদ রুহুল আমীন।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সিন্দুর্ণাতে নূরল আমিন। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় মাহফুজার রহমান। গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউপিতে জাকির হোসেন মনোনয়ন পেয়েছেন।

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ায় সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছীতে জিল্লুর রহমান। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ীতে চাঁদ মাহমুদ, মাঝগাঁওয়ে আব্দুল্লাহ্ আল আজাদ দুলাল।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়ীয়াতে শফিকুল ইসলাম। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদীতে আবদুল আজিজ। ভোর চরফ্যাশন উপজেলার জিন্নাগড়ে হোসেন মিয়া, আমিনাবাদে জামাল উদ্দিন, নীলকমলে আলমগীর হাওলাদার নৌকা প্রতীক পেয়েছেন।

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুরে বেলাল, সংগ্রামপুরে আ. মান্নান, রসুলপুরে কাজী মাহবুব উল হক মাছুদ, লক্ষিন্দরে সাইদুর রহমান, ধলাপাড়ায় শফিকুল ইসলাম। কালিহাতী উপজেলার বাংড়ায় শফিকুল ইসলাম। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গায় সোহরাব হোসেন বুলবুল, গোপালপুরে ইনামুল হাসান, বুড়াইচে আব্দুল আলীম খান। ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউপিতে মোশারফ হোসেন মুসা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলায় ফরিদা ইয়াছমিন নীশি। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে সেবন মিয়া, ব্রাহ্মণডোরাতে হুসাইন মো. আদিল। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলায় মাসুক আহমদ মাসুক। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপিতে তাজুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসারে আহম্মেদ জামাল মাসুদ, শাকপুরে দেলোয়ার হোসেন। লাকসাম উপজেলার বাকই দক্ষিণে আবদুল আউয়াল, মুদাফ্ফরগঞ্জ (উত্তর) শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফ্ফরগঞ্জ (দক্ষিণ) আবদুর রশিদ। লালমাই উপজেলার বাকই উত্তর ইউপিতে আইউব আলী, পেরুল উত্তরে আবু ছালেহ মো. কামাল হোসেন। নাঙ্গলকোট উপজেলার রায়কোট (উত্তর) রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট (দক্ষিণ) আবুল কালাম ভুঁইয়া, আদ্রা (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, আদ্রা (দক্ষিণ) আবু ইউসুফ, জোড্ডা (পশ্চিম) আব্দুল হক ভূঁইয়া, জোড্ডা (পূর্ব) মোহাম্মদ নুরুল আফছার।

বটতলীতে আবদুল জলিল, দৌলখাঁড়ে সৈয়দ মো. সাইফুর রহমান। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দক্ষিণ) মামুনুর রশিদ, দৌলতপুরে মাকসুদ আলম জমাদার।

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গাজীপুরে হাবিবুর রহমান গাজী। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নইতে দিলদার হোসেন, নোয়াখালীতে আতাউর রহমান, ধর্মপুর ইউপিতে ছিদ্দিকুর রহমান। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউপিতে বিদুৎ রবন চাকমা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71